ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট: ২১:৪৬, ৮ জানুয়ারি ২০২২
প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিরল প্রজাতির নীল গাই উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীর সহায়তায় ১ ঘণ্টা চেষ্টার পর বিরল প্রজাতির একটি নীল গাই উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামে এ নীল গাইটিকে ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবির হাতে হস্তান্তর করা হয়।
নীল গাইটি সুস্থ আছে এবং বিজির জিম্মায় আছে বলে জানান ইউপি চেয়ারম্যান হিমু সরকার।
গ্রামের ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ফয়সাল আমিন হৃদয় বলেন, আমরা ১০ থেকে ১২ জন মাঠ থেকে খেলে বাড়ি ফিরছিলাম । আসার সময় দেখি নীল গাইটি মাঠে হাঁটছে। পরে আমরা জোরে নীল গাই, নীল গাই বলে চিৎকার করলে গ্রামবাসী চারদিক থেকে এটিকে ঘেরাও করে ধরে ফেলে।
আরও পড়ুন- প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারিতে
স্থানীয় গ্রামবাসী তমিজ মিয়া বলেন, আমরা শিশুদের চিৎকারে সেখানে গিয়ে নীল গাইটিকে ঘেরাও করে ধরি। পরে অনেক ছোটাছোটি পর নীল গাইটিকে ধরতে সক্ষম হই। গাইটি অনেক শক্তিশালী সামলানো যাচ্ছিল না। তাই দড়ি দিয়ে বেঁধে চেয়ারম্যানকে মোবাইলে ডাকি।
গ্রামবাসীর বরাত দিয়ে চেয়ারম্যান হিমু সরকার বলেন, শুক্রবার বিকালের দিকে একটি নীল গাই ভারতীয় কাটাতার সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীল গাইটিকে দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে ৪৫ মিনিট চেষ্টার পর ধরতে সক্ষম হয়। আমাকে খবর দিলে আমি বিজিবি ক্যাম্পে জানাই। উপজেলা ইউএনও মহোদয়ের উপস্থিতিতে নীল গাইটি তাদের কাছে হস্তান্তর হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, নীল গাইটিকে গ্রামবাসী চারদিকে ঘেরাও করে ধাওয়া করে ধরে। পরে আমরা খবর পেলে সেখানে যাই। উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীল গাইটি সুস্থ রয়েছে। নীল গাইটিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এখনো আমি নীল গাইটি উদ্ধারের খবর জানিনা। এ বছর এটি প্রথম উদ্ধারকৃত নীল গাই হবে। এর আগে এখন পর্যন্ত ৫ টি নীল গাই উদ্ধার করা হয়েছে। যার তিনটি মারা গেছে বলে তিনি জানান।
আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন