Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ২৩ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে নয় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও জেলায় চলমান শীতের প্রকোপে জর্জরিত নয় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সরকার মটরস এর আয়োজনে ও এমজেএল বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল ও সরকারপাড়া সমির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা স্বেচ্ছাসবেক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, ঠাকুরগাও প্রেস কাবের সভাপতি মনসুর আলী।

আরও পড়ুন- ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলবে অর্ধেক জনবল নিয়ে

আরো উপস্থিত ছিলেন, এমজেএল বাংলাদেশ লি: এর এজিএম ওয়াহিদুজ্জামান, এসিস্ট্যান্ট ম্যানেজার ফজলে লোহানী, সরকার মটরস এর স্বত্তাধিকারী ও পৌরসভার প্যানেল মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর সুদাম সরকার, জেলা যুবলীগের সহ -সভাপতি আব্দুস সহিদ বাবু, ওয়ার্ড আ’লীগের সভাপতি পারভেজ খাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। 

এ প্রসঙ্গে আয়োজকরা বলেন, নয় শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হলো। পরবর্তীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি

আইনিউজ ভিডিও

৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়