Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

রাণীশংকৈল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২০, ২৮ জানুয়ারি ২০২২
আপডেট: ১৩:২০, ২৮ জানুয়ারি ২০২২

রাণীশংকৈলে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, চলছে মাস্ক বিতরণ-জরিমানা

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে সার্বিক চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। কিন্তু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। হাটবাজারগুলোতে সামাজিক দূরত্ব না মেনে চলাচল করছে মানুষ। অনেকের মুখে নেই মাস্ক। এমন অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, আব্দুল লতিফ শেখ (তদন্ত) সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে মাস্ক বিতরণ ও অভিযান পরিচালনা করেন। 

স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, ২০২০ সালের ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছর জেলায় ৮ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ১৫ , করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২৯ জন।

উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। তাৎক্ষণিক করোনার ফলাফল জানতে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। এত সুবিধা থাকার পরেও মানুষ সচেতন হচ্ছে না।

আরও পড়ুন- ঘোড়া দিয়ে হাল চাষ করে সংসার চালাচ্ছেন ঠাকুরগাঁওয়ের ভূষণ রায়

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা জানান, ‘স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে আমাদের গণসচেতনতা মূলক প্রচারণা চলমান রয়েছে। যারা একেবারেই মানছেন না তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

আইনিউজ ভিডিও   

বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ