Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৬, ২৯ জানুয়ারি ২০২২
আপডেট: ২৩:১৭, ২৯ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁও‌য়ে সংবাদ সংগ্রহ কর‌তে গি‌য়ে হামলার শিকার ৪ সাংবাদিক

ঠাকুরগাঁও‌য়ে আওয়ামী লীগ ও বিএনপি দুই গ্রুপের মারামারির সংবাদ সংগ্রহ কর‌তে গি‌য়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হ‌য়ে‌ছেন জেলার চার সাংবাদিক। শনিবার (২৯ জানুয়ারি)  সদর উপ‌জেলার সেনুয়া ইউ‌নিয়‌নের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। 

আহত সাংবাদিকরা হলেন- ইত্তেফাক ও ই‌নডি‌পে‌ন্ডেন্ট টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি তানভীর হাসান তানু, নিউজবাংলার প্রতি‌নি‌ধি সো‌হেল, রাই‌জিং‌বি‌ডির প্রতি‌নি‌ধি হি‌মেল ও ঢাকা মেইলের প্রতি‌নি‌ধি মিলু। এর মধ্যে তানভীর হাসান তানু গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন- ‘চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম’

আহতদের আশঙ্কাজনক অবস্থায় গ্রামবাসী ও পুলিশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতা‌লে ভর্তি করিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়ায় নৌকার প্রার্থী নোবেল কুমার সিংহ ও সতন্ত্র প্রার্থী মতিউর রহমানের সমর্থকরা একই সময় প্রচারণা চালায়। এ সময় উভয় প্রার্থী-সমর্থকরা মুখোমুখি অবস্থায় পড়লে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় তথ্য সংগ্রহের সময় সংবাদকর্মীদের উপর হামলা চালায় তারা। ছিনিয়ে নেয় ক্যামেরা ও মোবাইল। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন- ঘোড়া দিয়ে হাল চাষ করে সংসার চালাচ্ছেন ঠাকুরগাঁওয়ের ভূষণ রায়

এ ঘটনার জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে  ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম জানান, সাংবাদিকদের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

আইনিউজ ভিডিও 

চলচ্চিত্র ইতিহাসে এমন পরিচ্ছন্ন নির্বাচন কেউ দেখেনি: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ