Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

রাকিবুল ইসলাম রিয়াদ

প্রকাশিত: ১৪:০১, ২ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশে টিউলিপ ফুল চাষে সাফল্য : সম্ভাবনার নব দিগন্ত

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট (ইএসডিও)’র বাস্তবায়নে এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় সম্ভাবনার নব দিগন্ত উন্মোচিত হলো তেতুলিয়ায়। 

গত ১ ফেব্রুয়ারি ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট ইএসডিও’র আয়োজনে তেতুলিয়া মহানন্দা কটেজে বাংলাদেশে টিউলিপ ফুল চাষে সাফল্যের গল্প তুলে ধরা হয় এই বিশেষ অভিজ্ঞতা বিনিময় সভায়। 

অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জহুরুল ইসলাম, জেলা প্রশাসক পঞ্চগড়। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ড আকন্দ মো. রফিকুল ইসলাম সিনিয়র মহাব্যবস্থাপক (পিকেএসএফ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোহাগ চন্দ্র সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তেতুলিয়া পঞ্চগড়, জনাব মো. জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা, তেতুলিয়া, পঞ্চগড়। আলোচনা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব ড মুহম্মদ শহীদ উজ জামান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব সেলিমা আখতার পরিচালক (প্রশাসন) ইএসডিও এবং অধ্যক্ষ ইকো পাঠশালা এন্ড কলেজ। টিউলিপ সাফল্য যাদের হাত ধরে সেই সাহসী আট জন নারীদের উপহার হিসেবে শাল তুলে দেয়া হয় আলোচনা মঞ্চ থেকে। সম্মানিত অধ্যক্ষ ও ইএসডিও’র পরিচালক প্রশাসন জনাব সেলিমা আখতার এই আট সাহসী নারীদের নয়নের মনি আখ্যা দেন তাঁর বক্তব্যে। 

আলোচনা সভার শুরুতে টিউলিপ ফুলের সাফল্যের গল্প নিয়ে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র। 

সম্মানিত জেলা প্রশাসক জহুরুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, টিউলিপ ফুল চাষে সফলতা, তেতুলিয়ার জন্য সুন্দর আগামী তৈরি করবে। 

ড. আকন্দ মো. রফিকুল ইসলাম আট সাহসী নারীর কথা উল্লেখ করে বলেন, তেতুলিয়ায় যে স্বপ্ন আজ সফলতার মুখ দেখলো সে জন্য ইএসডিও এবং আপনাদেরকে এই সাহসী পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদ। সভাপতির বক্তব্যে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন দেশের ট্যুরিজম সেক্টরে তেতুলিয়াকে টিউলিপ আরও একধাপ এগিয়ে নিতে সক্ষম হবে। ড. মুহম্মদ শহীদ উজ জামান তাঁর বক্তব্যে দাতা সংস্থা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কে টিউলিপ স্বপ্ন দেখানোর জন্য ধন্যবাদ জানান।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি 

আইনিউজ ভিডিও

কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল 

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ