Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ৩ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৯:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২২

সেনাবাহিনী-জেএসএস গোলাগুলিতে এক সেনাসদস্যসহ চারজন নিহত

বাংলাদেশে গতরাতে পার্বত্য জেলা বান্দরবানে সেনাবাহিনীর একটি টহল দলের সদস্যদের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএসের সদস্যদের গোলাগুলির ঘটনায় এক সেনা সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন জেএসএসের সদস্য রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে। এ ঘটনায় আরো একজন সেনা সদস্য আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের পরিচালক লেঃ কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানিয়েছেন, সেনাবাহিনীর বান্দরবান রুমা জোনে রাত পৌনে এগারোটার দিকে গোলাগুলির এই ঘটনা ঘটে।

নিহত সৈনিক একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে।

সেনাবাহিনী বলছে. গুলিবিনিময় হয়েছে সন্তু লারমা সমর্থিত জেএসএস মুল দলের সদস্যদের সাথে।

আইএসপির জানিয়েছে, রাইং খিয়াং লেক আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল বথিপাড়া এলাকায় গেলে সেনাসদস্যদের উপর হামলা চালানো হয়। এতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে একটি এসএমজিসহ বেশ কিছু অস্ত্র ও অর্থ উদ্ধারের কথা আইএসপির জানিয়েছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনী এবং স্থানীয় কয়েকটি সশস্ত্র গোষ্ঠির মধ্যে গত কয়েক বছরে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২০১৯ সালে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলায় একজন সেনা সদস্য নিহত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে সংঘর্ষের স্থানটি প্রাথমিকভাবে রাঙ্গামাটি বলে চিহ্নিত করা হয়েছিল। তবে আইএসপিআর নিশ্চিত করেছে যে স্থানটি বান্দরবানের রুমা উপজেলায়।

তথ্যসূত্র : বিবিসি

আইনিউজ/এমজিএম

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ