Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২২

বিলাস বহুল রেঞ্জ রোভারসহ সাত‌টি গা‌ড়ি নিলামে বিক্রি করবে ইভ্যালি

গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বি‌ভিন্ন জাতীয় দৈ‌নি‌কে খোলা নিলামের মাধ্যমে গাড়ি বিক্রয় বিজ্ঞপ্তি দিয়েছে ইভ্যালি। প্র‌তিষ্ঠান‌টির বিলাস বহুল রেঞ্জ রোভারসহ সাত‌টি গা‌ড়ির সর্ব‌নিম্ন মূল্য ধরা হ‌য়ে‌ছে ২ কো‌টি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা।

বিজ্ঞপ্তি‌তে বলা হ‌য়, ইভ্যালি ডটকম লি‌মি‌টেডের নামে রেজিস্ট্রেশন করা ৭টি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।

আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান অফিস চলাকালীন উইন্সকোর্ট ইভ্যালি অফিস হতে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা (তন্মধ্যে সাড়ে ৪ হাজার টাকা ফেরতযোগ্য) পরিশোধ ক‌রে নিলাম কার্ড সংগ্রহ কর‌তে হ‌বে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ ইভ্যালির এম‌ডি ও অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর ব‌লেন, বো‌র্ডের সিদ্ধান্ত অনুযায়ী ‌নিলাম হ‌চ্ছে। আজ বিজ্ঞপ্তি দেয়া হ‌য়ে‌ছে। বি‌ক্রির অর্থ অফিস প‌রিচালনাসহ যাবতীয় কা‌জে ব্যয় করা হ‌বে।

তবে বিজ্ঞপ্তির প্রকাশের পর জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ইভ্যালির এমডি মো. মাহবুব কবীরকে গালাগালি করেন। এ ব্যাপারে সোস্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করে পোস্ট ও দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন গ্রাহকদের এমন আচরণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

আইনিউজ/এমজিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ