নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে বাণিজ্যমন্ত্রী সেজে প্রতারণা!

ফেসবুকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে নওশাদ আলী (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৩ রংপুর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম।
এর আগে, গতকাল রোববার রাতে নগরীর মডার্নমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নওশাদ আলী রংপুরের জমসেদ আলীর ছেলে।
র্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে একটি ফেক আইডি খুলেন নওশাদ আলী। সেখানে বিশ্বস্ততা অর্জনের জন্য নিয়মিত বাণিজ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ছবি পোস্ট করতেন তিনি। একপর্যায়ে নওশাদ আলী ফেসবুক ম্যাসেঞ্জারে রংপুর মহানগরসহ জেলার আশপাশের এলাকার বেকার যুবকদের টার্গেট করতেন। পরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।
র্যাব আরও জানায়, তিনি নিজেকে বাণিজ্যমন্ত্রী পরিচয় দিয়ে বেকারদের আশ্বস্ত করে বলতেন, দেশের বাণিজ্যমন্ত্রী বলে কথা, তিনি চাকরি দিতে না পারলে কে পারবেন। এমন আশ্বাস পেয়ে অনেকেই বিশ্বাস করে তাকে টাকাও দিয়ে দিতেন।
- আরও পড়ুন- বাড়ির গাছ কাটতেও লাগবে অনুমতি
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেকারদেরকে টার্গেট করে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন নওশাদ আলী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হচ্ছে বলে জানান উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন