Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ১৫ এপ্রিল ২০২২

সেচ প্রকল্পের বিবাদ নিয়ে মোরশেদকে হত্যা, আটক ৫

কক্সবাজার সদরের পিএমখালী চেরাংঘর বাজারে আলোচিত ও চাঞ্চল্যকর মোরশেদ হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে টেকনাফ থেকে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্প (বহদ্দারহাট) সিপিসি-৩ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোহাম্মদ আলী প্রকাশ মোহাম্মদ, মোহাম্মদুল হক, আবদুল্লাহ, আব্দুল আজিজ ও নুরুল হক।

র‌্যাব জানায়, আসামী মাহমুদুল হক ছিল এই নারকীয় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। মাহমুদুল তার পরিবারের প্রধান হয়ে সকলের সঙ্গে পরিকল্পনা করে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটায়। মোরশেদ হত্যাকাণ্ডের নেপথ্যে মদদদাতা ছিলেন মাহমুদুল হকের ভাই নুরুল হক।

র‌্যাব-৭ চট্টগ্রাম আরো জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মামলার অন্যতম প্রধান ৫ জন আসামি আইন শৃংঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে টেকনাফে আত্মগোপন করে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) কক্সবাজার সদরের পিএমখালীতে পানি সেচ প্রকল্পের বিবাদকে কেন্দ্র করে মোরশেদ আলী ওরফে মোরশেদ বলিকে (৩৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার ইফতারের বাজার করার জন্য চেরাংঘর বাজারে গেলে দুর্বৃত্তরা লোহার রড, ছুরি ও লাঠি নিয়ে মোরশেদের ওপর হামলা চালায়। প্রায় ২০ মিনিট উপর্যুপরি আঘাতের পর হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মোরশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে আইসিওতে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষণা করেন। এই ঘটনায় মোরশেদের ছোট ভাই জাহেদ আলী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় ২৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ