Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ৭ মে ২০২২

করমজলে ডিম ফুটে বের হলো বিলুপ্তপ্রায় কচ্ছপের ৩৩ বাচ্চা

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে থাকা বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকারের ৩৩টি বাচ্চা ফুটেছে। শনিবার (৭ মে) সকালে ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হয়।

গত ৬ মার্চ সকালে করমজলের কচ্ছপ লালন-পালন কেন্দ্রের পুকুর পাড়ে একটি কচ্ছপ ৩৪টি ডিম দেয়। ৩৪টি ডিমের মধ্য থেকে এবার ৩৩টি বাচ্চা ফুটল। 

স্যান্ডবিচ (বালুর চর) থেকে তুলে বাচ্চাগুলোকে সংরক্ষণ প্যানে (ছোট পুকুর আকৃতি) রাখা হয়েছে। ধীরে ধীরে এগুলোকে যত্ম নিয়ে বড় করা হবে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ডবিচে একটি বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ গত ৬ মার্চ ৩৪টি ডিম দেয়। এরপর ৭ মে শনিবার ভোর থেকে ডিম হতে বাচ্চা ফুটে বের হতে শুরু করে।

আরও পড়ুন- গাছে গাছে ‘পাখির জন্য ভালোবাসার নীড়’

ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত একে একে ৩৩টি বাচ্চা ফুটে বের হয়। একটি ডিম নষ্ট হয়ে গেছে। ৯টার পর স্যান্ডবিচ থেকে বাচ্চাগুলোকে তুলে ওই কেন্দ্রের প্যানে রাখা হয়েছে। প্যানে রেখে লালন-পালনের পর ছেড়ে দেওয়া হবে কেন্দ্রের বড় পুকুরে।

তিনি আরও বলেন, এই নিয়ে করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে কয়েক ধফায় ২৭৪টি বাচ্চা ফুটল। বর্তমানে এই কেন্দ্রে বিভিন্ন বয়সী মোট ৩৮৭টি কচ্ছপ রয়েছে।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ