Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ১৩ মে ২০২২

লালমনিরহাটে ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ আহত ৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহানী আলী ও মমতাজ উদ্দিন এবং ইশোরকোল এলাকার দুই বাসিন্দা মজমুল ইসলাম ও আব্দুল খালেক।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাকিনা-মহিপুর বাইপাস সড়কের সিরাজুল মার্কেট এলাকায় পুলিশের একটি দল তল্লাশি অভিযানে একটি প্রাইভেটকার থামায়।

ওসি বলেন, পুলিশ গাড়িটি তল্লাশির চেষ্টা করলে চালক ও তার সহকারী তাদের ছুরিকাঘাত করে। বিষয়টি দেখে স্থানীয় দুই পথচারী এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে গাড়ি রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ফেনসিডিল ও একটি বিদেশি ছুরি উদ্ধার করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর অধীনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজ ভিডিও

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে

জাফলংয়ে পর্যটক পেটানো সেই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি

সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ

শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়