Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ৭ জুলাই ২০২২

ভোক্তা অধিকারের মহাপরিচালকের কফিতে মাছি, ৫০ হাজার জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম শফিকুজ্জামানের কফিতে মাছি পাওয়ায় বরিশালের থ্রি স্টার মানের গ্র্যান্ড পার্ক হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বুধবার এক শুনানী শেষে এ জরিমানা করেন সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। 

সংশ্লিস্ট সূত্র জানায়, গত ২ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম শফিকুজ্জামান বরিশালের গ্র্যান্ড পার্ক হোটেলের কফি পান করেন। কফি পান করার শেষ দিকে তিনি কাপের তলানীতে একটি মরা মাছি দেখতে পান। 

ভুক্তভোগী কর্মকর্তা বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন। 

এ ঘটনায় বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষ লিখিতভাবে তাদের দোষ স্বীকার করে। 

এ সময় বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম গ্র্যান্ড পার্ক হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ