Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪২, ৭ জুলাই ২০২২

যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা

নাসিবুর রহমান হাসিব (২২)

নাসিবুর রহমান হাসিব (২২)

নোয়াখালীর বেগমগঞ্জে নাসিবুর রহমান হাসিব (২২) নামে এক যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

হাসিব গোপালপুর ইউনিয়নের কোটরা মোহাব্বতপুর গ্রামের আবুল বাসারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সদস্য।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসিব বাড়ি থেকে মোটরসাইকেলে গোপালপুর বাজারে যাচ্ছিলেন। পথে বেতুয়াবাগ নামক স্থানে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় তারা হাসিবকে গলাকেটে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হাসিব নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী গোপালপুর-বাংলাবাজার সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ