Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ৭ জুলাই ২০২২
আপডেট: ২১:০৪, ৭ জুলাই ২০২২

এবার কোরবানির হাটে ৩৩ ও ৩০ মণের ‘পদ্মা-সেতু’

নওগাঁর “পদ্মা” এবং “সেতু” নামের বিশাল আকৃতির দুটি ষাঁড় গরু।

নওগাঁর “পদ্মা” এবং “সেতু” নামের বিশাল আকৃতির দুটি ষাঁড় গরু।

আর কয়েকদিন পরেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা। প্রতি বছর কোরবানির ঈদের আগে ওজন এবং দামে আলোচনায় উঠে আসে বাহারি নামের বেশকিছু গরু। এবার সেই তালিকায় যোগ হয়েছে নওগাঁর “পদ্মা” এবং “সেতু” নামের বিশাল আকৃতির দুটি ষাঁড় গরু।

নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মামুনুর রশিদ লিটন গরু দুটির মালিক। আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে তিনি এই দুটি ষাঁড় গরুকে বিক্রির জন্য প্রস্তুত করেছেন।

গরু দুটির মধ্যে কালচে রঙের “পদ্মার” ওজন ৩৩ মণ ও লালচে রঙের “সেতুর” ওজন ৩০ মণ। ষাঁড় দুটির দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকা।

এরই মধ্যে অনেকেই গরু দুটিকে কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসছেন “পদ্মা-সেতু”-কে কিনতে। করছেন দাম-দরও।

গরুর মালিক মামুনুর রশিদ লিটন ঢাকা ট্রিবিউনকে জানান, পরিবারের ছোট শিশুরা গরু দুটিকে ভূতু আর জিঁজিঁ বলে ডাকতো। কিন্তু সম্প্রতি পদ্মা সেতু উদ্বোধনের পর পরিবারের লোকজন ও এলাকাবাসী শখ করে গরু দুটির নাম রেখেছেন “পদ্মা-সেতু”।

মামুনুর রশিদ লিটন আরও বলেন, “সখের বসে দুই বছর ৪ মাস আগে জয়পুরহাটের পাঁচবিবি হাট থেকে ৬ মাস বয়সের কালো রঙের ষাঁড়টি ৬০ হাজার টাকা এবং লাল রঙের ষাঁড়টিকে ৬৫ হাজার টাকায় কিনেছিলাম। এরপর বাড়িতে নিজ সন্তানের মতো করে ষাঁড় দুটিকে লালন-পালন শুরু করি।

তিনি জানান, পদ্মা-সেতুকে কাচা ঘাস, বীচিকলা, গম, ধান, ভুট্টা, মাসকলাই, খেসারি কালাই, মসুর ডাল ভুসি দিয়ে নিজেই ব্যান্ড তৈরি করে খাওয়ান। মোটাতাজাকরণের কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি। প্রতিদিন পদ্মা-সেতুর জন্য ১,৫০০ টাকা খরচ হয় তার। কেনার পর থেকে এখন পর্যন্ত ২ বছর ৪ মাসে পদ্মা-সেতুর পেছনে সব মিলে খরচ হয়েছে প্রায় ৮-৯ লাখ টাকা।

লিটন আরও জানান, পদ্মার ওজন হবে ১,৩০০ কেজি আর সেতুর ওজন হবে ১,২০০ কেজি। ষাঁড় দুটির দাম হেঁকেছেন ২৫ লাখ টাকা। কিন্তু এখন পর্যন্ত গরু দুটির দাম উঠেছে ১৮ লাখ টাকা। মন মতো দাম পেলে বাড়ি থেকেই বিক্রি করবেন তিনি। আর যদি ভালো দাম না পান তবে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করবেন বলে জানান লিটন।

সূত্রঃ ঢাকা ট্রিবিউন

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ