Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ১২ জুলাই ২০২২

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুর দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার ভাইয়ার দিঘীর পাড় নামক এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি বাস। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় ও বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা হতাহতদের উদ্ধার করে। এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ