Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৪, ২০ জুলাই ২০২২
আপডেট: ১৯:০৭, ২০ জুলাই ২০২২

বরিশালে বাসচাপায় শিশুসহ ৬ জনের মৃত্যু

ঘটনার পর থেকে ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক আছেন

ঘটনার পর থেকে ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক আছেন

বরিশালের বাকেরগঞ্জে বিআরটিসির একটি বাসের নিচে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বুধবার (২০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার চারজন যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সাথী আক্তার (২২) এবং সাথী আক্তারের দেড় বছরের মেয়ে ফারহানার মৃত্যু হয়।

সাথী আক্তার বরিশালের গৌরনদী উপজেলার ফয়সাল হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় ফয়সাল হোসেনও আহত হয়েছেন।

দুর্ঘটনাস্থলে নিহত অন্যরা হলেন বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), ৬ নম্বর ওয়ার্ডের মো. হাসিব (২৫), পটুয়াখালীর দুমকি উপজেলার তানজিলা বেগম (৪০) ও অটোরিকশাচালক মো. সোহাগ (২৪)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসির একটি বাস কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি অটোরিকশা বাকেরগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে পায়রা সেতু সংলগ্ন দাদুরহাট এলাকার দিকে যাচ্ছিল। পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বিআরটিসি বাসটি অটোরিকশাটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও তিন যাত্রী নিহত হন। আহত হন তিন যাত্রী। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক। তাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি আলাউদ্দিন মিলন।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News

রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ