Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২২

ইছামতী নদীতে নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

ইছামতী নদী

ইছামতী নদী

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ইছামতী নদীতে ডুবে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ প্রায় সাড়ে বারো ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ওই শিশুর নাম নিরব (১১)। সে একডালা দক্ষিণ পাড়ার  শ্রী নিমাই চন্দ্রর ছেলে।

গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর  উপজেলার ইউনিয়নের একডালা দক্ষিণ খেয়াঘাট থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একই স্থানে ওই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইছামতী নদীর খেয়াঘাটে নৌকা ও বাঁশের সাঁকোর সাথে খেলা করতে দেখেছে সবাই। পরবর্তীতে আর কোথাও তাকে দেখা যায়নি ।

নিরবের বাবা নিমাই চন্দ্র বলেন, সন্ধ্যায় নিরবকে খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজা খুঁজি করি। প্রতিবেশীদের বললে তারা জানান পরিত্যক্ত নৌকায় খেলা করতে দেখেছি। আমি নদীতে গিয়ে দেখি নিরবের পায়ের জুতা ভাসতে দেখি আর তখন আমার সন্দেহ হয় পানিতে ডুবেছে। আর আজ তো লাশ পেলাম ।

কাজিপুর  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মেহরুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উদ্ধার অভিযান চালিয়ে শিশুকে পায়নি। পরে শুক্রবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে ওই শিশুটির লাশ উদ্ধার করেছে।

শিশুটির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়