Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

মো. আজিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২২

‘হিন্দুদের উস্কানি দিলে তা বরদাস্ত করা হবে না’

সভায় বক্তব্য দিচ্ছেন এ এইচ মাহমুদ আলী এমপি

সভায় বক্তব্য দিচ্ছেন এ এইচ মাহমুদ আলী এমপি

দিনাজপুরের খানসামায় শারদীয় দুর্গাপূজা ২০২২ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দুর্গাপূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন এ এইচ মাহমুদ আলী এমপি। সভায় তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষদের উস্কানি দিলে তা বরদাস্ত করা হবে না।

বক্তব্যে এ এইচ মাহমুদ আলী এমপি বলেন, যেখানেই শোষণ ছিল তারই বিপক্ষে বঙ্গবন্ধু অবস্থান নিয়েছেন। আওয়ামী মুসলিম লীগ থেকে  মুসলিম বাদ দেওয়ার পর দলে সকল ধর্ম, বর্ণ ও সব সংস্কৃতির সবার প্রবেশারধীকার দেয়া হয়, আমরা সবাই সমান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে এই সভায় অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন।

উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীমান দাস, সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠান শেষে উপজেলার ১৪৭টি পূজা মন্ডপে জিআরের ৫শ কেজি করে চালের চেক বিতরণ করা হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ