Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯, ২০ অক্টোবর ২০২২
আপডেট: ১২:১০, ২০ অক্টোবর ২০২২

বন্য হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

বন্য হাতি

বন্য হাতি

বিজিবি’র কক্সবাজার রিজিয়নের আওতাধীন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর সদস্য নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান দায়িত্ব পালনকালে বন্য হাতির আক্রমণে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বিজিবি সদস্য নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিজিবি প্রধান মৃত বিজিবি সদস্যের পরিবারকে সব ধরনের সহায়তা দেয়ার জন্য নিশ্চয়তা প্রদান করেছেন।

যেভাবে ঘটনাটি ঘটলো
গত মঙ্গলবার (১৮ অক্টোবর) বিজিবি’র কক্সবাজার রিজিয়নের আওতাধীন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর ভালুখাইয়া বিওপির কমান্ডার জেসিও নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট বিজিবি'র একটি টহলদল নিয়মিত টহলের অংশ হিসেবে বিওপি হতে আনুমানিক ০২ কিলোমিটার এবং সীমান্ত হতে ১ কিলোমিটার দূরে বাম হাতিরছড়া নামক স্থানে যান।

সেদিন বিজিবি টহলদল উক্ত স্থানে একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩টি গরু আটক করেন। আটককৃত গরুসহ বিওপিতে ফেরত আসার পথে আনুমানিক রাত ৯ টায় টহলদল হঠাৎ ৩টি বন্য হাতির আক্রমণের শিকার হয়।

এসময় টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান টহলদলের অন্যান্য সদস্যদেরকে নিরাপদ আশ্রয়ে পাঠাতে পারলেও নিজে নিরাপদ স্থানে সরে যেতে পারেননি। দুর্ভাগ্যক্রমে বন্য হাতি দ্বারা পদদলিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে বিজিবি’র রামু সেক্টরের সেক্টর কমান্ডার ও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসেন।

মরহুম নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের পৈতৃক নিবাস কুমিল্লা জেলায়। তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা। বিজিবিতে তার মোট চাকুরি কাল ৩৪ বছর।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ