Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২১, ৯ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৪:৩৭, ১০ জানুয়ারি ২০২৩

তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

শীতের ফাইল ছবি

শীতের ফাইল ছবি

বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে মৃদু শৈত্যপ্রবাহ এবং কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। টানা দুইদিন থেকে বইছে মৃদু শৈত্যপ্রবাহ চরম জনদুর্ভোগে নিম্ন আয়ের মানুষ।

গতকাল রোববার (০৮ জানয়ারি) থেকে আজ সোমবার (৯ জানুয়ারি) টানা দুই দিনের মৃদু শৈত্যপ্রবাহ দেখা দেওয়ায় সব চেয়ে চরম বিপাকে পড়েছে কমলমতি শিশু ও বয়স্করা।

আজ সকাল ৯ টায় ফুলবাড়ীসহ এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে এই অবস্থা আরো দুই থেকে তিনদিন বিরাজ করবে।

এদিকে শীতের তীব্রতার ফলে বিপাকে পরেছে শ্রমজীবী মানুষ। গরম কাপড়ের অভাবে শীতে ভুগছে দরিদ্র ও ছিন্নমুল মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

গোরকমন্ডল এলাকার জেলে তপন চন্দ্র বিশ্বাস জানান, আজ প্রচন্ড ঠান্ডা বাহে। তার পরেও জীবিকার তাগিদে ঘর থেকে বাহির হয়েছি। যতই ঠান্ডা হোক না কেন আমাদের বাহির হতে হয়। বাহির না হলে যে সংসার চলবে না।

কুরুষাফেরুষা এলাকার সুচিত্রা রানী রায় জানান, প্রচন্ড ঠান্ডার কারণে তার ২৬ মাস বয়সী মেয়ের চারদিন ধরে ডাইরিয়ায় ভুকছেন। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। তিনি জানান তার এলাকায় অধিকাংশ বাড়ীতে শিশুরা ডাইরিয়ায়সহ শীত জনিত রোগে ভুকছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান শিপন জানান, হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যা অনেক বেড়েই চরছে। বিশেষ করে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ অনেক বেশি। তারপরও গুরুত্বসহ  চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, সোমবার সকাল ৯ টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস বিরাজ করায় এ জেলা মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তিনি আরও জানান, এ মৃদু শৈত্যপ্রবাহ রংপুর অঞ্চলে আরও বেশ কিছু দিন থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ