Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৮, ৭ মার্চ ২০২৩

গোপালগঞ্জে বাসচাপায় শিক্ষকসহ ৩ জনের মৃত্যু 

ঘাতক বাস দোলা পরিবহণ। ছবি- সংগৃহীত

ঘাতক বাস দোলা পরিবহণ। ছবি- সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মাদরাসা শিক্ষকসহ অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের শামসুল হকের ছেলে মোটরসাইকেল চালক মাদরাসা শিক্ষক এমএ হাসিব (৫০), কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে নবীর শেখ (২২) ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২৫)।

দুর্ঘটনার ব্যাপারে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মানবেন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। 

ঘটনায় মোটরসাইকেল চালক এমএ হাসিব ঘটনাস্থলে নিহত হন এবং বাইসাইকেল আরোহী নবীর শেখ ও আব্দুর রহিম মারাত্মক আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী দুই যুবককে মৃত ঘোষণা করেন। 

এদিকে এ দুর্ঘটনার পরে সময় মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ভিডিও গ্যালারী 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়