Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৬, ১৯ এপ্রিল ২০২৩

যাকাতের কাপড় আনতে গিয়ে ট্রেনেকাটা পড়ে মা-মেয়েসহ ৪ জন নিহত 

দুর্ঘটনাকবলিত স্থান। ছবি- সংগৃহীত

দুর্ঘটনাকবলিত স্থান। ছবি- সংগৃহীত

টাঙ্গাইলে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটানায় একই পরিবারের মা, মেয়েসহ অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ট্রেনেকাটা পড়ে মারা গেছেন। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। 

আজ বুধবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

নিহতের স্বজনরা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রেল লাইন দিয়ে হেঁটে যাকাতের কাপড় আনতে তারা সল্লা যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জিআরপি পুলিশের এএসআই ফজলুল হক বলেন, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ