Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ২০ এপ্রিল ২০২৩

আজ থেকে পদ্মাসেতুর উপর দিয়ে চলছে মোটরসাইকেল

পদ্মাসেতুর উপর দিয়ে আজ থেকে চলাচল করছে মোটরসাইকেল। ছবি- সংগৃহীত

পদ্মাসেতুর উপর দিয়ে আজ থেকে চলাচল করছে মোটরসাইকেল। ছবি- সংগৃহীত

প্রায় দশ মাস অপেক্ষার পর আসন্ন ঈদুল ফিতরের আগে আগে শর্ত সাপেক্ষে পদ্মাসেতুর উপর দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি পেলেন বাইকাররা। কথা ছিলো আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচল শুরু হবে পদ্মাসেতুর উপর দিয়ে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ছয় শর্তে এ মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। জাজিরা টোল প্লাজার ব্যবস্থাপক কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

ঈদযাত্রার সুবিধার্থে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে ফেরি চলাচলের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। 

পদ্মাসেতু দিয়ে প্রায় ১০ মাস পর আবারো মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফাঁকা পড়ে রয়েছে ফেরি। সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো বন্ধ হয়েছিল ফেরি চলাচল, যদিও আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

এক বাইকার জানান, তারা শর্ত মেনেই পদ্মাসেতু পার হতে রাজি। দুই দিন আগে ফেরি চলাচল শুরু হলেও পদ্মাসেতু দিয়ে পার হওয়ার জন্য ফেরিতে যাননি তিনি। 

উল্লেখ্য যে, গত বছর দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হয় পদ্মাসেতু সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে। সেতু উন্মুক্ত হওয়ার পরে দুইজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় ও বাইকারদের উচ্ছৃঙ্খলতার জন্য সেতু কর্তৃপক্ষ পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ