Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

হুমায়ুন কবির, রাণীশংকৈল 

প্রকাশিত: ১৬:৫৯, ৭ মে ২০২৩

রাণীশংকৈলের ঐতিহ্যবাহী রাজবাড়ি ৩ মাসের মধ্যে সংরক্ষণের আশ্বাস  

রাজবাড়ি পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত।

রাজবাড়ি পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক নিদর্শন রাজা টংক নাথের রাজবাড়ি গত শনিবার (৬ মে) বিকেলে পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত। পরিদর্শন থেকে আগামী ৩ মাসের মধ্যে এ রাজবাড়ি সংরক্ষণেরও আশ্বাস দিয়েছেন তিনি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিতকে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, উপজেলা আওয়ামী লীগ  সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতানা, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব (পুরাতন) সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. বিপ্লবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও আরো রাজনৈতিক নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আগামি জুলাই মাসের মধ্যে রাজা টংকনাথের এ রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়