Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল)

প্রকাশিত: ১১:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২৩

চাখারে স্কুল ছাত্রকে হ-ত্যা-চেষ্টার খবর মিথ্যা বলে দাবি 

বানারীপাড়ায় স্কুল ছাত্রকে হ-ত্যা-চেষ্টার অভিযোগ শিরোণামে ১১ সেপ্টেম্বর চাখারের কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীকে জড়িয়ে বরিশালের একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদটি যে অভিযোগের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ওই এলাকার একাধিক এইচএসসি পরিক্ষার্থী। 

রাসেল, রাহাত, সাইফুল ও হাফিজুল নামের এই পরিক্ষার্থীদের দাবি একটি তুচ্ছ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিশাল রংরূপ দিয়ে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্থ ও পারিবারিক এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াসে স্থানীয় কুচক্রী মহলের প্ররোচনায় এসব করা হচ্ছে। গুরুতর আহত হওয়ার নাটক সাজিয়ে চাখারের চাউলাকাঠি গ্রামের সাইফুল বালী নামের ওই স্কুল  ছাত্রকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয় এবং  সাংবাদিকদের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে উক্ত মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করানো হয়েছে। 

তাদের দাবি সাইফুল বালীকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে তাদের চলমান এইচএসসি পরীক্ষায় বাধা সৃষ্টির অপতৎপরতা চলছে বলেও ওই চার পরীক্ষার্থী দাবি করেছে। তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটনের জন্য তারা প্রশাসনের কাছে জোর দাবিও জানিয়েছে। 

এদিকে যে শিক্ষার্থীকে নিয়ে হ-ত্যা-চেষ্টার খবর রটেছে ওই স্কুল ছাত্রের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়