প্রবাস ডেস্ক
মালয়েশিয়া পাঠানোর মতো পর্যাপ্ত কর্মী পাচ্ছে না বাংলাদেশ

উভয় দেশের প্রস্তুতি থাকলেও মালয়েশিয়ায় পাঠানোর জন্য পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ মিলনায়তনে ‘প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইমরান আহমেদ জানান, ১৩টি এজেন্টের মাধ্যমে এরইমধ্যে দুই হাজার ২০০ জনকে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আরও বেশি বেশি করে কর্মী মালয়েশিয়ায় পাঠাতে চান। পর্যাপ্ত কর্মী না পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের তরফ থেকে পুরোপুরি খোলা। তারপরও সে দেশে পাঠানোর কর্মী সংকট দেখা যাচ্ছে। মানুষ যাচ্ছে না, কারণ অন্য তরফ থেকে জিনিসটা এগিয়ে নিয়ে যাচ্ছে না। যাহোক, এখানে কোনো সমস্যা থাকলে আমরা দেখব। যেন মানুষ মালয়েশিয়ায় যেতে আগ্রহী হয়। মালয়েশিয়া সরকারের কিন্তু বিভিন্ন খাতে শ্রমিক দরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ
মন্ত্রী বলেন, অনেকে উচ্চতর ডিগ্রি নিয়েও বেকার বসে আছেন, চাকরি নেই। অথচ তারাই যদি নার্সিংয়ে ঢুকত তবে চাকরির অভাব হত না। ভোকেশনাল পাস করে স্ক্রু ড্রাইভার কীভাবে চালাতে হয় এটা শিখলেও কিন্তু চাকরির অভাব নেই। আজ জাপানে ছেলেমেয়েরা বয়স্কদের সেবক হিসেবে চাকরি করছে। তাদের বেতনও কিন্তু দুই থেকে আড়াই লাখ টাকা। কিন্তু আমরা এভাবে চিন্তা করি না। আমরা আগে চাকরিটা পেয়ে যেতে চাই।
- আরও পড়ুন- মালয়েশিয়ায় ৫ লাখ লোকের কর্মসংস্থান হবে
সৌদি আরবে কাজের প্রসঙ্গে ইমরান আহমেদ বলেন, সৌদিতে যিনি ৮০০ থেকে ৯০০ রিয়াল বেতন পান, আরবি জানা থাকলে তার বেতন হত ১২০০ থেকে ১৪০০ রিয়াল। এখানে ভাষাগত কমিউনিকেশনের একটা বিরাট গ্যাপ আছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।
আইনিউজ/এসডি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- কানাডায় সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের সৈয়দ আবু বক্করের মৃত্যু
- খুলছে ইউরোপ, তালিকায় নেই বাংলাদেশ
- যুক্তরাজ্যে মৌলভীবাজারের সরকারি স্কুলের সাবেক ছাত্রের করোনায় মৃত্যু
- সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা একে সুজাউল করিম আর নেই
- অনলাইনে পাকিস্তানি ছেলের সাথে বাংলাদেশি মেয়ের বিয়ে
- ২০২২ এ তিনগুণ বেশি বাংলাদেশিরা পাবেন ইতালির ভিসা
- লা লিগায় যোগ দিলেন মৌলভীবাজারের জিদান (ভিডিও)