Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৭, ১৩ জুন ২০২৪

আমিরাতে আরও সহজ হলো ভিসা প্রক্রিয়ার কাজ 

আমিরাতে আরও সহজ হলো ভিসা প্রক্রিয়ার কাজ 

আমিরাতে আরও সহজ হলো ভিসা প্রক্রিয়ার কাজ 

সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি ভিসা অর্জনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রসেস করার সময়সীমা এখন ৩০ দিন থেকে কমিয়ে ৫ দিন করা হয়েছে। 

গত মঙ্গলবার (১১ জুন) আমিরাত জুড়ে শ্রম মন্ত্রণালয়ের (MOHRE) ওয়ার্ক বান্ডেল প্ল্যাটফর্মের দ্বিতীয় পর্ব চালু হওয়ার পর এ ঘোষণা আসে। 

বেশ কয়েকটি সরকারি মন্ত্রণালয় এবং ফেডারেল কর্তৃপক্ষ এই মর্মে একটি সমন্বিত প্ল্যাটফর্মে এসেছে যা কোম্পানির মালিক এবং প্রাইভেট সেক্টরের জন্য নতুন কর্মচারী নিয়োগ এবং বিদ্যমান কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন প্রক্রিয়াকে সহজতর করবে।

উল্লেখ্য, এর প্রথম পর্যায়টি এপ্রিল মাসে দুবাইতে চালু করা হয়েছিল এবং এখন সাতটি আমিরাতেই কার্যকর করা হচ্ছে। ওয়ার্ক বান্ডেলের দ্বিতীয় পর্যায়ের এই কার্যক্রম আমিরাতের প্রায় ৬ লাখ কোম্পানি এবং ৭০ লাখেরও বেশি অভিবাসী কর্মীর সহায়ক হবে।

সরকারের মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় জানিয়েছে, তৃতীয় ধাপে এতে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে। প্রাইভেট কোম্পানি এবং কর্মীরা আপাতত শুধুমাত্র ওয়ার্ক বান্ডেলের ওয়েবসাইটে এ জন্য অ্যাক্সেস করতে পারবেন তবে শীঘ্রই এ সংক্রান্ত একটি মোবাইল অ্যাপ চালু করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়