Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৫, ৪ মে ২০২১
আপডেট: ১৬:২৫, ৪ মে ২০২১

মাত্র চার লাখ টাকা হলেই চিকিৎসা পাবে শাবি শিক্ষার্থীর মা

আর মাত্র চার লাখ টাকা হলে চিকিৎসা পাবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোফাজ্জল হোসেনের মা। মোফাজ্জল বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মোফাজ্জলের ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা টাকার দরকার। সমাজের বিত্তশালীদের সহায়তায় এখন পর্যন্ত ১ লক্ষ ১০ হাজার ৮শ ১৫ টাকা ৬৬ পয়সা জোগাড় হয়েছে। ফলে, আর মাত্র ৩ লাখ ৮৯ হাজার টাকা হলে শিক্ষার্থীর মায়ের চিকিৎসা করানো সম্ভব বলে জানান পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল।

অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বলেন, শাবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র মোফাজ্জল হোসেনের বিধবা মায়ের জীবন বাঁচাতে যারা আর্থিক সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

আর মাত্র ৩ লাখ ৮৯ হাজার টাকা হলে আমরা ৪ সন্তানের জননীর ক্যান্সার চিকিৎসা শুরু করতে পারবো। যেহেতু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই আমরা যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে চাই। পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমরা একটু সহায়তার হাত বাড়িয়ে দিলে আমরা একজন মাকে বাঁচাতে পারবো। এ লক্ষ্যে করোনাকালে ঈদের খরচ হতে কিছুটা বাঁচিয়ে আমরা একটি পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে আমাদের ঈদ আনন্দকে অনেকগুণ বাড়াতে পারি।

সহয়তা করার মাধ্যমসমূহ হলোঃ-

Bank: Dutch-Bangla Bank Ltd
A/C Name: Mofazzal Hosen
A/C No: 2311570014618
Swift Code: DBBLBDDH
 Routing No: 090480672
Branch: Kishoreganj

Bank: Uttara Bank Limited
A/C Name: Mofazzal Hosen
A/C No: 017311100005140
Swift Code: UTBLBDDH
Routing No: 250480883
Branch: Mothkola

bKash: 01719112333 (Mofazzal)
bKash: 01761464645 (Sourov Chakrabarty)
Nagad: 01613804532 (Tanvir Al Hasan)
Rocket: 017191123331 (Mofazzal)

জিএম ইমরান/ শাবি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়