Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ৯ জুন ২০২১
আপডেট: ২৩:২০, ৯ জুন ২০২১

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক হলেন শাবির সাবেক শিক্ষার্থী

শাবির সাবেক শিক্ষার্থী ও হার্ভার্ডের গবেষক আবু আলী ইবনে সিনা। (ছবি: প্রতিনিধি)

শাবির সাবেক শিক্ষার্থী ও হার্ভার্ডের গবেষক আবু আলী ইবনে সিনা। (ছবি: প্রতিনিধি)

পৃথিবী বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং গবেষক হিসেবে নিয়োগ পেয়েছেন শাবির সাবেক শিক্ষার্থী আবু আলী ইবনে সিনা। বুধবার (৯ জুন) এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ বিষয়ে জানান।

আবু আলী ইবনে সিনার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো: আলহামদুলিল্লাহ, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে যোগ দেয়ার অফার পেয়েছি।কাজ করবো পৃথিবীর বিখ্যাত দুই ক্যান্সার ইনস্টিটিউট, হার্ভার্ড ইউনিভার্সিটির ডানা ফারবার ক্যান্সার ইনস্টিটিউট এবং কলম্বিয়া ইউনিভার্সিটির হার্বার্ট আরভিন কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার এ।. কাজের বিষয় অবশ্যই টেন মিনিট ক্যান্সার টেস্ট। সবাই দোয়া করবেন।

এর আগে, দশ মিনিটে ক্যান্সার শনাক্তের পদ্ধতি নিয়ে আবু আলী ইবনে সিনার একটি গবেষণা ‘নেচার কমিউনিকেশন্স’ এ প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলে দেয়।

উল্লেখ্য, শাবির রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কিছুদিন একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরীতে যোগদান করেন তিনি। সেখানে স্থায়ী না হয়ে তিনি শাবির বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর, শিক্ষা ছুটি নিয়ে চলে যান অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে।

পিএইচডি করার সময় থেকে তিনি ক্যান্সার গবেষণা শুরু করেন। বর্তমানে, একই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে ক্যান্সার গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে, স্ত্রী সাবিহা সুলতানা এবং ছেলে জাবির ইবনে হাইয়্যানকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাস করছেন।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়