Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯, ১৫ নভেম্বর ২০২১

এসএসসি পরীক্ষা : দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৩ হাজার, বহিষ্কৃত ৩

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৭৩৩ জন পরীক্ষার্থী। বিকেলে হিসাববিজ্ঞান পরীক্ষা দেননি ৫ হাজার ৮২০ জন পরীক্ষার্থী। এ দুই পরীক্ষায় মোট তিনজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানায়। 

জানা গেছে, এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষায় ঢাকা বোর্ডের ৪ হাজার ২৩ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৫৬৬ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৭৬৭ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ৩৪২ জন, সিলেট বোর্ডের ১ হাজার ৪৮ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৬৯৪ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৯৫২ জন, ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ১৪৮ জন এবং যশোর বোর্ডের ১ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় কুমিল্লা বোর্ডের একজন ও বরিশাল বোর্ডের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় কোনো কক্ষ পরিদর্শক বহিষ্কার হননি। 

আরও পড়ুন : কারাগারে দাখিল পরীক্ষা দিচ্ছেন মাদ্রাসা ছাত্র

এদিকে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন দুপুরে হিসাববিজ্ঞান পরীক্ষায় ঢাকা বোর্ডের ২ হাজার ৯৪ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৪১ জন, রাজশাহী বোর্ডের ১০৬ জন, বরিশাল বোর্ডের ৩১৫ জন, সিলেট বোর্ডের ১১০ জন, দিনাজপুর বোর্ডের ৪৭ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৮২৩ জন, ময়মনসিংহ বোর্ডের ১৩৮ জন এবং যশোর বোর্ডের ২৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় বরিশাল বোর্ডের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কোনো কক্ষ পরিদর্শক বহিষ্কার হননি। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এসএসসির রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সময়ে এসএসসি ও দাখিল ভোকেশনালের ট্রেড-১ দ্বিতীয় পত্র পরীক্ষাও অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দাখিলের কোনো পরীক্ষা নেই।

গত ১৪ নভেম্বর থেকে এসএসসির পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

এসএসসি: সব প্রশ্ন কমন পড়েছে, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Green Tea
সর্বশেষ