Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ২৩ জানুয়ারি ২০২২
আপডেট: ১৬:২২, ২৩ জানুয়ারি ২০২২

নায্য দাবি মেনে নিতে শাবির সাবেক ছাত্রলীগ নেতাদের বিবৃতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন নিরোসনে বিবৃতি দিয়েছেন শাবি শাখা ছাত্রলীগের সাবেক নেতারা।

রোববার (২৩ জানুয়ারি) দেওয়া বিজ্ঞপ্তিতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষার্থীদের নায্য দাবি মেনে নিয়ে দ্রুত সংকট নিরাসনের আবেদন জানান। 

বিজ্ঞপ্তিতে তারা বলেন, শাবিপ্রবির বর্তমান সংকটময় পরিস্থিতিতে করণীয় নির্ধারণে গত ২২ জানুয়ারি (শনিবার) শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতাদের এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রআন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করা হয়েছে। প্রাণহানীর সংশয়ে পড়া বিপন্ন নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা। 

ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ও শাবিপ্রবি ছাত্রলীগের(১৯৯১-১৯৯৩) প্রথম সভাপতি মো. ফরিদ আলম। সভাটি পরিচালনা করেন চতুর্থ ব্যাচের ছাত্র ও শাবিপ্রবি ছাত্রলীগের মকদ্দুস-স্বাধীন কমিটির(১৯৯৫-৯৭) সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ। সভায় শাবিপ্রবি সাবেক ছাত্রলীগের প্রথম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ ব্যাচের নেতা-কর্মীরা অংশ নেন। দীর্ঘ চার ঘণ্টার এই সভায় ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সবাই আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। বৈঠকে শাবিপ্রবির বৃহৎ স্বার্থে সর্বসম্মতিক্রমে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার কাছে তিন দফা দাবি উত্থাপিত হয়েছে। দাবিগুলো হচ্ছে-

১। অবিলম্বে আন্দোলনরত ছাত্রছাত্রীদের অনশন ভাঙানো প্রয়োজন। এ জন্য তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

২। যে বিশেষ মহল আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি আক্রমণ পরিচালনার পরিবেশ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

৩। ছাত্রছাত্রীদের ওপর কথিত যে পুলিশ এসল্ট মামলা করা হয়েছে, তা দ্রুত প্রত্যাহার।

বিবৃতিদাতারা হচ্ছেন-  

১) মো: ফরিদ আলম অর্থনীতি ১ সাবেক সভাপতি, শা.বি.প্র.বি 

২) মোঃ হুমায়ুন কবির রসায়ন ১ সাধারণ সম্পাদক, শাবিপ্রবি

৩) মোঃ মকদ্দুস আলী রসায়ন ২ সাবেক সভাপতি, শা.বি.প্র.বি শাখা

৪) মোহাম্মদ নজরুল ইসলাম গনিত ২ সিনিয়র সহ-সভাপতি, শাহপরাণ হল শাখা ছাত্রলীগ

৫) বিলাদুর রহমান কাশেম পদার্থ বিজ্ঞান ৩ ক্রীড়া সম্পাদক (১৯৯৬-৯৭ কার্যকরি কমিটি), সদস্য সচিব ১৯৯৮

৬) লিটন চন্দ্র দে পরিসংখ্যান ৩ সহ সভাপতি

৭) জসিম উদ্দিন আহমেদ অর্থনীতি ৪ সাংগঠনিক সম্পাদক (১৯৯৬-১৯৯৭)

৮) দেবজিৎ কুমার বনিক ( দেবু বনিক ) পদার্থ ৪ এ জি এস, শাকসু ৯৬, সদস্য ৯৫, শাকসু, সদস্য কেন্দ্রীয় কমিটি,শাবিপ্রবি

৯) মোঃ সাদিকুর রহমান নোমান রসায়ন ৪ অর্থ সম্পাদক

১০) মোহাম্মদ আবেদুজ্জামান সমাজবিজ্ঞান ৪ -

১১) অভিজিৎ কুমার বনিক সমাজকর্ম ৬ সদস্য, স্টিয়ারিং কমিটি

১২) পলক দত্ত সিইই ৬ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

১৩) মাহবুবুর রহমান দিপু পদার্থ ৬ Assistant game secretary.sucsu. Ex-National council member.Bangladesh chattraligue.

১৪) মুস্তফা মনওয়ার সুজন পরিসংখ্যান ৬ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক (জাকির-বাসিত কমিটি)

১৫) মোহাম্মদ গোলাম আজাদ অর্থনীতি ৬ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

১৬) মোহাম্মদ ফয়সল আজম পরিসংখ্যান ৬ সাংস্কৃতিক সম্পাদক (শাকসু)

১৭) সাখাওয়াত হোসেন সিইই ৬ সদস্য, স্টিয়ারিং কমিটি

১৮) সুশান্ত দাস গুপ্ত সিইই ৬ সদস্য, স্টিয়ারিং কমিটি

১৯) আ.স.ম.সায়েম সমাজবিজ্ঞান ৭ সহসভাপতি

২০) জ্যোতিলাল গোস্বামী পিএসএ বিভাগ ৭ -

২১) শ্রীনিবাস চন্দ্র নাথ গনিত ৭ -

২২) সনজিত দাস গনিত ৭ -

২৩) মোঃ মাসুম বিল্লাহ পিএসএস ৮ সাবেক সাধারণ সম্পাদক

২৪) আলী আশরাফুল কবীর পলিটিক্যাল সাইন্স এন্ড পাবলিক এফেয়ারস ৮ সাবেক সভাপতি, শা.বি.প্র.বি শাখা

২৫) নিপা সমাজবিজ্ঞান ৮ সহ-সভাপতি (কবির-মাসুম কমিটি)

২৬) মো: রবিউল আলম সমাজকর্ম ৮ যুগ্ম সাধারণ সম্পাদক

২৭) সৈয়দ আল মামুন টিপু সিলেট ৮ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

২৮) আশরাফউজজামান রোমান অর্থনীতি ৯ সহসভাপতি

২৯) ইসলাম শেখ সমাজবিজ্ঞান ৯ সহসভাপতি

৩০) কামাল অর্থনীতি ৯ সহসভাপতি

৩১) হিমাংশু বিশ্বাস অর্থনীতি ১০ সহসভাপতি

৩২) মোঃ আফজল হোসেন আকন্দ রনি বিবিএ ১১ Joint Secretary (2003 to 2008)

৩৩) নিশি মোহন নাথ ফরেস্ট্রি ১১ Ex Organising Secretary

৩৪) মাহমুদ ফারুক মুনির সমাজবিজ্ঞান ১১ সভাপতি, শাহপরান হল ( কবির -মাসুম কমিটি)

৩৫) মুহাম্মদ আব্দুস সামাদ সমাজকর্ম ১১ সদস্য

৩৬) মোঃ শাখাওয়াত হোসেন খান নৃবিজ্ঞান ১১ সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক

৩৭) মোহাম্মদ তৌহিদুল ইসলাম সমাজ কর্ম ১১ সাবেক সাংগঠনিক সম্পাদক

৩৮) মোঃ আশরাফ উল আলম খাদ্য প্রকৌশল এবং চা প্রযুক্তি ১২ যুগ্ম সাধারণ সম্পাদক

৩৯) আবুল কাশেম সমাজকর্ম ১৩ -

৪০) মোঃ নাইম হাসান সি এস ই ১৩ সহ সভাপতি, বংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি (২০১১-২০১৫), যুগ্ন আহ্বায়ক, শাবিপ্রবি ছাত্রলীগ (২০১০-২০১৩)

৪১) শংকর কুমার দাস পদার্থ বিজ্ঞান ১৩ সাবেক ফিজিক্যাল সাইন্স সেক্রেটারি

৪২) সৌমিত্র সিংহ দাশ পদার্থ বিজ্ঞান ১৩ সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু হল

৪৩) আনছারুল ইসলাম সোসাল ওয়াক ১৪ -

৪৪) তুষার মজুমদার CSE ১৪ -

৪৫) প্রলয় রায় নৃবিজ্ঞান ১৪ -

৪৬) মলয় সরকার গনিত ১৪ -

৪৭) মাহমুদুল হাসান রনি সমাজবিজ্ঞান ১৪ -

৪৮) মো:বিল্লাল হোসেন সমাজবিজ্ঞান ১৪ সাবেক সদস্য, আহবায়ক কমিটি, বাংলাদেশ ছাত্রলীগ, শাবিপ্রবি শাখা

৪৯) মোঃ কামরুজ্জামান খান সুইট ১৪ Ex joined convener

৫০) মোঃ মহিবুর রহমান মুহিব ইংরেজি ১৪ সভাপতি, ইংরেজি বিভাগ ছাত্রলীগ

৫১) মোঃ সামসুজ্জামান চৌধুরী সুমন Anthropology ১৪ Ex covnenor bsl sust , ex- assistant secretary Central executive Committee

৫২) সায়মন ইসলাম লোকপ্রশাসন ১৪ সমাজবিজ্ঞান অনুষদের সাবেক সহ-সভাপতি

৫৩) সৈয়দা শাহনাজ মঞ্জুর ঈভা সমাজবিজ্ঞান ১৪ আহবায়ক কমিটির সদস্য (২০১০)

৫৪) মোঃ আতিকুর রহমান ইংরেজি ১৪ সদস্য, কেন্দ্রীয় যুবলীগ,সাবেক

আইনিউজ্জ/জিএম ইমরান/এসডিপি 

আইনিউজ ভিডিও 

১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে শিক্ষক মানববন্ধন

বাউল পরিচয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ‘সেলিম ফকির’

হাজারো মহিষ ওঠে এই বাজারে

 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়