Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২২

১৫ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি চলতি সপ্তাহে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান।

জানা গেছে, চলতি সপ্তাহে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

এনামুল কাদের খান গণমাধ্যমকে জানান, তৃতীয় গণবিজ্ঞপ্তির পরও ১৫ হাজারের বেশি পদ খালি রয়ে গেছে। সেগুলো পূরণে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি দেব। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা অনুমোদন পেয়েছি। 

আরও পড়ুন- কেন পড়ব সমাজকর্ম?

কবে নাগাদ এই গণবিজ্ঞপ্তি দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই সপ্তাহেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব। 

জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই ইনডেক্সধারী হওয়ায় এবং নারী কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে যায়। এই অবস্থায় শিক্ষক সংকট দূর করতেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এনটিআরসিএ।

আরও পড়ুন- স্কুল-কলেজের চলমান ছুটি বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

এর আগে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায়ই গত ২০ জানুয়ারি সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সর্বশেষ