জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি
জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে এসে শাবিতে আটক ১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে এসে আটক হয়েছেন এক শিক্ষার্থী। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে ভাইবার সময়ে তাকে আটক করা হয় বলে জানান, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোস্তাক আহমেদ।
এ বিষয়ে শাবির সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. আবু হেনা পহিল বলেন, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) অসাধু উপায়ে ভর্তি হতে এসে ভাইবার সময় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তার নাম ইকবাল হোসেন সাইদ বলে জানা গেছে।
আটকের কারণ সম্পর্কে শাবির এ সহকারী প্রক্টর বলেন, আজ মঙ্গলবার ভাইবার সময় আটক হওয়া ইকবাল হোসেন সাইদ ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশনকারী ব্যক্তি। তবে, ভর্তি পরীক্ষার সময় তার হয়ে একজন প্রক্সি দিয়েছিলেন। যেটা আজ ভাইবার সময় ধরা পড়ে।
উল্লেখ্য, রেজিস্ট্রেশন ফর্ম অনুযায়ী, আটককৃতের পিতার নাম রফিকুল ইসলাম এবং মাতার নাম ফাতেমা বেগম। তার রোল নম্বর, ৩৫১৭৬৩। তিনি চট্টগ্রাম ভেটেনারি এ্যন্ড এ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির 'ইউসুফ চৌধুরী ভবন'র ২য় তলায় 'বন ও পরিবেশ বিদ্যা' বিভাগের ১ নম্বর রুমে পরীক্ষা দিয়েছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, আটককৃত 'ইকবাল হোসেন সাইদ' শাবি প্রশাসনের হেফাজতে রয়েছেন।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা