Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ১৬ জুন ২০২২
আপডেট: ২১:২৩, ১৬ জুন ২০২২

ডাকসুবিহীন ডাকসুর প্রতিনিধি হয়ে সিনেটের কার্যক্রমে অংশগ্রহণ করা নৈতিকতাবিরোধী : নুর

কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর

কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর

‘ডাকসুবিহীন ডাকসুর প্রতিনিধি হয়ে সিনেটের কার্যক্রমে অংশগ্রহণ করা নৈতিকতাবিরোধী বলেছেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুর নিজেই এই তথ্য জানান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীতিনির্ধারণী ফোরামের (সিনেট) অধিবেশন বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

‘আগামীকালের বাজেট অধিবেশনেও অংশ নিচ্ছি না। অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। ভালো থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালো থাকুক দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলে, ভালো থাকবে দেশ।’ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক ওই অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ফেসবুক পোস্টে নুরুল হক নুর লিখেন, ‘ডাকসুবিহীন ডাকসুর প্রতিনিধি হয়ে সিনেটের কার্যক্রমে অংশগ্রহণ করা নৈতিকতাবিরোধী। যে কারণে গত এক বছর সিনেট সদস্য হিসেবে বিভিন্ন মিটিংয়ে আমন্ত্রণ পেলেও আমি সেসব মিটিংয়ে অংশ নেইনি।’

নুর আরও লিখেন, ‘আগামীকালের বাজেট অধিবেশনেও অংশ নিচ্ছি না। অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। ভালো থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালো থাকুক দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলে, ভালো থাকবে দেশ।’ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক ওই অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়। তবে সিনেটে আলোচনার পর নতুন অর্থবছরের বাজেট ও চলতি অর্থবছরের (২০২১-২২) সংশোধিত বাজেট চূড়ান্ত হবে।

আইনিউজেএসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

বাজারে নদীর বিশাল চিতল মাছ

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

Green Tea
সর্বশেষ