Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

নবীনবরণের অনুমতি না পাওয়ায় ক্যাম্পাসে প্রতিবাদী সমাবেশ

প্রতিবাদী সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ। ছবি- আই নিউজ

প্রতিবাদী সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সরকারি কলেজে একাদশের শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠান আয়োজনের অনুমতি পায়নি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। অনুমতি না পাওয়ায় অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদী সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট মৌলভীবাজার সরকারি কলেজ শাখা । 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এ প্রতিবাদী সমাবেশের আয়োজন করে ছাত্র জোট।

নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে অনুমতি না দেওয়া অধ্যক্ষের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ উল্লেখ করে এবং কলেজে বিদ্যমান সংকট নিরসন করার দাবি জানায় ছাত্র সংগঠনগুলো।  -প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি কলেজ সংসদের ছাত্রনেতা শিহাব আহমদের সভাপতিত্বে  ও সমাজতান্ত্রিক  ছাত্র ফ্রন্ট সরকারি কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াৎ, জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সামায়েল রহমান প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, নবীনবরণ অনুষ্ঠান যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কৃতির অংশ। অথচ মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ নবীনবরণ না করে বরং ছাত্র সংগঠনের আয়োজিত নবীনবরণের অনুমতি প্রদান করেন নি। যা অগণতান্ত্রিক সিদ্ধান্তেরই পরিপূরক।

নেতৃবৃন্দ সমাবেশ থেকে কলেজে বিদ্যমান সকল সংকট নিরসনের জোর দাবি জানান।

মৌলভীবাজার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ করার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করা হয়। কিন্তু কলেজ অধ্যক্ষ অনুমতি প্রদানে অস্বীকৃতি জানান। যা ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের মধ্যে উন্নাসিক মানসিকতা তৈরি করবে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ