Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫১, ২৩ মার্চ ২০২৩

শাবিতে মোবাইল গেম-অ্যাপ ও জব ফেস্টিভাল অনুষ্ঠিত

আইসিটি বিভাগের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিৎ (সিএসই) বিভাগের সহযোগিতায় মোবাইল গেম-অ্যাপ ও জব ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দিনব্যাপী চলে এই ফ্যাস্টিভাল।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপস প্রজেক্টর পরিচালক মো. আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব মো. সাামসুল আরেফিন। 

প্রধান অতিথির বক্তব্যে সামসুল আরেফিন বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশর ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় রূপকল্প-২০২১ বাস্তবায়নে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী আরো ঘোষণা দিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। 

তিনি আরও বলেন, আমাদের দেশ উন্নত হওয়ার জন্য স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ এ জারটি স্তম্ভ ঘোষণা করা হয়েছে। এ চারটি স্তম্ভের উাপর দাঁড়িয়ে হবে স্মার্ট বাংলাদেশ। 

প্রযুক্তির পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেন, আমাদের দেশ তথ্য ও প্রযুক্তিতে অনেক এগিয়েছে বিগত সময় থেকে। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে আরো মনযোগী হওয়া প্রয়োজন। আমাদের বিশাল একটা তরুণ জনগোষ্ঠী রয়েছে। তারা যদি তথ্য ও প্রযুক্তির দিকে আরো এগিয়ে আসে তাহলে আমরা ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো।  

ফেস্টিভ্যালে কুইজ প্রতিযোগিতা, মোটিভেশানাল ওয়ার্কশপ, এনিমেশন মুভি, র‌্যাফেল ড্র, সিভি জমা ও ইন্টারভিউ নেওয়া হয়। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়