Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি     

প্রকাশিত: ১৯:৫৬, ২৮ মার্চ ২০২৩

গবেষণায় অবদানের জন্য ডিন’স অ্যাওয়ার্ড পেলেন শাবির ৪ শিক্ষক

ডিন`স এওয়ার্ড জিতলেন শাবিপ্রবির এই চার শিক্ষক। ছবি- আই নিউজ

ডিন`স এওয়ার্ড জিতলেন শাবিপ্রবির এই চার শিক্ষক। ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব অ্যাপলাইড সাইন্সেস কর্তৃক আয়োজিত “ডিন’স অ্যাওয়ার্ড ফর রিসার্স এক্সিলেন্স ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪টি ক্যাটাগরিতে ৪জন শিক্ষককে মনোনিত করে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্টানে আই.পি.ই বিভাগের অধ্যাপক ড. চৌধুরি আবুল এনাম রাশেদ এর সঞ্চালনায় ও স্কুল অব অ্যাপলাইড সাইন্সেস এর ডিন অধ্যাপক ড.মো.আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- সিভিল, আর্কিটেকচার এবং ইনভায়রনমেন্ট ক্যাটাগরিতে পিএমই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার; কেমিক্যাল, ফুড এবং পেট্রোলিয়াম ক্যাটাগরিতে এফইটি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান; মেক্যানিক্যাল, ম্যানুফেকচারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে আইপিই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদ হাসান; কম্পিউটার, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণায় উত্তরোত্তর উন্নতি এ বিশ্ববিদ্যালয়কে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু করে তুলেছে। গবেষণায় যেমন বাজেট বৃদ্ধি করা হয়েছে তেমনি গবেষকদের পুরস্কারের মাধ্যমে স্বীকৃতিও প্রদান করা হচ্ছে। আজকের এই আয়োজন এরই ধারাবাহিকতার অংশবিশেষ ।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়