Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৩, ৩১ মার্চ ২০২৩
আপডেট: ২৩:৩৩, ৩১ মার্চ ২০২৩

শাবিপ্রবির কার্টুন ফ্যাক্টরির নতুন নেতৃত্বে যারা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র কার্টুন বিষয়ক সংগঠন 'কার্টুন ফ্যাক্টরি'র ১২তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে স্থাপত্য বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল অনিকেত এবং সাধারণ সম্পাদক হিসাবে একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী অয়ন ভৌমিক মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'এ' এর ১৩০ নং কক্ষে কার্টুন ফ্যাক্টরি'র ইফতার মাহফিল এবং সাধারণ সভায় এই কমিটি ঘোষণা  করা হয়।

নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ত্বকী মোহাম্মদ ফয়সাল , মোঃ ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রায়ান নূর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তায়্যিব, কোষাধ্যক্ষ মোঃ ইশতিয়াক হুদা , প্রচার সম্পাদক নোশীন মাহজাবীন ফারাহ, অংকন সম্পাদক কাজী সাকীয়ান মাহমুদ সানিম, সহ-অংকন সম্পাদক  আনিকা তাহসিন ঈশতি, প্রদর্শনী সম্পাদক ফারদিন মোস্তফা ফাহিম, সহ প্রদর্শনী সম্পাদক মোঃ লতিফুজ্জামান নোমান, ফ্লোর ব্যবস্থাপক জয়া মল্লিক, সহ ফ্লোর ব্যবস্থাপক এম ডি মারুফ সরকার নুসরাত জাহান তাসমিয়া, এছাড়াও কার্যকারী সদস্য হিসাবে রয়েছেন শিরোপা ধর নবনীতা, তানজিনা নুসরাত সুহা, ফারজানা কবীর প্রীতি, নুসরাত জাহান, দেবলীনা পাল ঐশী।

এসময় কমিটির নবনির্বাচিত সদস্যরা জানান, সাংগঠনিক কার্যক্রম সামনে আরো বেগবান করার পাশাপাশি স্কেচবুকিং ও বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করার চেষ্টা করবেন তারা  এবং এরই মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পুরো সিলেটে 'কার্টুন ফ্যাক্টরি' কার্টুন প্রেমীদের নিয়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে একত্রিত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেনউপদেষ্টা স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত দাস, সহকারী অধ্যাপক গৌরপদ দে,  সদ্য বিদায়ী কমিটির সভাপতি স্নেহাশিস  পাল, সহ সভাপতি তাহমিদ ফারহানসহ বিশ্ববিদ্যালয়ের আরও অন্যান্য সংগঠনের সদস্যরা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়