Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৮, ৮ এপ্রিল ২০২৩

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ১২৯ নম্বর কক্ষে (গ্যালারি) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক স্বপন কুমার সরকার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শাহপরান হলের প্রভোস্ট ড. মো. মিজানুর রহমান খান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. মনিরুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান ও দপ্তর প্রধানগণ, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার, শাবি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আরাফ আহমদ, কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতনভাবে পালন করি, তাহলে এ বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়ে যাবে। আর এ কাজকে স্বতঃস্ফূর্তভাবে করতে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাংবাদিকরা। পরিশেষে এ সহযোগিতা অব্যাহত রেখে এমন আয়োজনের জন্য শাবি প্রেসক্লাবকে ধন্যবাদ জানান কোষাধ্যক্ষ।

ইফতারের পূর্বে দোয়া করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা মতিউর রহমান। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইউ

Green Tea
সর্বশেষ