Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৯, ১৩ মে ২০২৩

শাবির ‘সিরাজগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন’র নতুন কমিটি গঠন

নতুন কমিটির নির্বাচিত সভাপতি ও সম্পাদক। ছবি- আই নিউজ

নতুন কমিটির নির্বাচিত সভাপতি ও সম্পাদক। ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘সিরাজগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন’র নতুন কমটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (১৩ মে) সংগঠনের এক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সভাপতি হিসেবে রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাকিব হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাহমুদ আল রাজী মনোনিত হয়েছে।

কমিটিতে অন্য সদসরা  হলেন - সহ সভাপতি মো. নাবিল মাহমুদ, জুবায়ের আহমেদ আদিত্য, প্রান্ত সাহা, মেহরাব আল ইনজামাম ও মো. আবু সালমান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রিফাত, মো. আব্দুর রউফ ও শেখ মেহেদি হাসান, সহ সাধারণ সম্পাদক মো. নাজমুস সাকিব, মো. রেজওয়ান রাহাত, তাহমিনা হাসান তমা ও মো. হিমেল হোসেন।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন, সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় কুমার মাহাতো, কোষাধ্যক্ষ হাসান বিন নবী, উপ-কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রানা, উপপ্রচার সম্পাদক ফাহমিদা সাবা, প্রকাশনা সম্পাদক মমিনুর রশিদ শুভ, উপপ্রকাশনা সম্পাদক মো. আবু রায়হান খান।

দপ্তর সম্পাদক শাফী আল মাহদী ও কাওসার মেহেদী, উপদপ্তর সম্পাদক সামিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা রিতু ও সুমাইয়া বুশরা, উপসাংস্কৃতিক সম্পাদক ইশরাক সাদিয়া, লিয়াজো সম্পাদক রাসেল, তথ্য প্রযুক্তি সম্পাদক জাকারিয়া সরকার।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসাবে আছেন সাজিদুল ইসলাম, তানজিয়া ইসলাম স্বাধীন ও রিদিকা রিওনা।

উল্লেখ্য, কমিটির প্রথম কার্যনির্বাহি কমিটির সভাপতি তামিম হোসেন ও সাধারণ সম্পাদক  ফাহিম ফয়সাল এই কমটি ঘোষণা করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ