Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৩, ২ জুন ২০২৩

আগামীকাল শাবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯টি ভবনে অংশ নেবেন ৬ হাজার ৩৯ জন শিক্ষার্থী।

শুক্রবার (২ জুন) সকালে শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মাহবুবুল হাকিম বলেন, ৩ জুন (শনিবার) ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে শাবিপ্রবির কেন্দ্রের পাঁচটি একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, আইআইসিটি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যাম্পাসের নিকটস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ ৯টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৩৯ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।

আইনিউজ/ইউএ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়