Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৮ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৯:৫০, ৭ আগস্ট ২০২৩

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ২০২৩

যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের আর্টিকেল রয়েছে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ২০২৩ নিয়ে। যা একজন বিসিএস পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখে নেই বিসিএস পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হয়ে থাকে।

বাংলাদেশের সবচেয়ে বড় চাকরির জন্য পাবলিক পরীক্ষা হচ্ছে বিসিএস। পরীক্ষার মাধ্যমে একজন পরীক্ষার্থী ক্যাডার প্রাপ্ত হয়। বাংলাদেশের প্রায় কয়েকটি ক্যাটাগরির ক্যাডার রয়েছে। কিছু ক্যাডারের নাম নিচে দেওয়া।

  • অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার
  • পুলিশ ক্যাডার
  • মেডিকেল ক্যাডার
  • কৃষি ক্যাডার
  • শিক্ষা ক্যাডার
  • বন বিভাগ ক্যাডার
  • আনসার ক্যাডার

উপরের এই ক্যাডারগুলো ব্যতীত আরো অন্যান্য বেশ কিছু ক্যাডার রয়েছে। বিশেষ করে রয়েছে সাধারণ এবং টেকনিক্যাল ক্যাডার। প্রতিবছর এই সকল পরীক্ষায় প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ২০২৩

প্রত্যেকটি ছেলে মেয়ের ইচ্ছে থাকে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করা এবং ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয় যে কোন একটি বিষয়। বাংলাদেশের সর্বোচ্চ পদ গুলোতে নিয়োগপ্রাপ্ত হওয়া যায় এই পরীক্ষার মাধ্যমে। ম্যাজিস্ট্র, ডিস্ট্রিক্ট কমিশনার সবকিছুই হওয়া যায় এই পরীক্ষার মাধ্যমে। কারণ এর দ্বারা প্রমাণ হয় সে আমাদের দেশের সবচেয়ে বেশি জ্ঞানবহুল একজন ব্যক্তি। বিশেষ পরীক্ষা ছাড়া এ সকল পদে নিয়োগ প্রাপ্ত হওয়া যায়।

যেহেতু এখানে প্রায় সকলের ইচ্ছা থাকে নিয়োগ প্রাপ্ত হওয়ার তাই সবাইকে নিয়োগ প্রাপ্ত দেওয়া সম্ভব না। কারণ এখানে নির্দিষ্ট শূন্য পদ রয়েছে। আর এই পদ গুলোর বিপরীতে কেবলমাত্র প্রার্থীরা আবেদন করতে পারে এবং নিয়োগপ্রাপ্ত হয়। বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার পর অনেক প্রার্থীরা এখানে আবেদন করে ফেলে। তারপর তিনটি ধাপ প্রক্রিয়ার সম্পন্ন করে তাদেরকে নিয়োগ প্রাপ্ত হতে হয়। যেমন প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।

বিসিএস সিলেবাস

তবে আজকে আমরা আলোচনা করব বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে। অর্থাৎ আগামী বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ লিখিত পরীক্ষা হয় কিছু নির্দিষ্ট সিলেবাসের উপরে। এখানে সিলেবাস বলতে বোঝানো হয়েছে কোন বিষয়ে এবং কত নম্বরে এটি। তবে যারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করে তারা তুলনামূলকভাবে বেশি মেধাবী হয় এবং সর্বক্ষেত্র সম্পর্কে জানা থাকে। কারণ বিশেষ পরীক্ষার পরিধি অনেক বেশি। আসুন দেখি কোন বিষয়ে কিভাবে পরীক্ষা হয়।

বিসিএস লিখিত পরীক্ষা মোট কত নম্বরে অনুষ্ঠিত? 

বিসিএস লিখিত পরীক্ষা মোট ৯০০ নম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে। কোন বিষয়ে কত নম্বর থাকে আসুন দেখে নেই ভালোভাবে। তাহলে আপনার বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে।

  • বাংলা প্রথম পত্র ১০০ নম্বর
  • বাংলা দ্বিতীয় পত্র ১০০ নম্বর
  • ইংরেজি ২০০ নম্বর
  • আন্তর্জাতিক বিষয়াবলী ১০০ নম্বর
  • বাংলাদেশের বিষয়াবলী ২০০ নম্বর
  • গাণিতিক যুক্তি ৫০ নম্বর
  • সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বর
  • মানসিক দক্ষতা ৫০ নম্বর

তবে যারা টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দেবে তাদেরকে অতিরিক্ত ২০০ নম্বর সহ মোট ১১০০ নম্বরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তবে কোন বিষয়ে কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন করা হয় তা জানতে নিচের লিংক থেকে আপনারা pdf ফাইল দেখে নিতে পারেন। সকল তথ্যগুলো সুন্দর করে দেওয়া রয়েছে।

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ডাউনলোড 

আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে খুব সহজে যেকোনো জায়গায় যেকোনো সময় বসে পড়তে পারবেন এটি। ওয়েবসাইটে ইতিপূর্বে প্রকাশ করা হয়েছে বিসিএস পরীক্ষার যোগ্যতা সম্পর্কে। এছাড়াও প্রকাশিত করা হয়েছে ৪১ তম বিসিএস পরীক্ষার ফাইনাল রেজাল্ট।

বিসিএস পরীক্ষার যোগ্যতা ২০২৩

বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীদেরকে নির্দিষ্ট যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। বয়সের ক্ষেত্রে তাদের অবশ্যই ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে তবে কোন ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারে প্রার্থীরা। এছাড়াও প্রার্থীদেরকে হতে হবে চার বছরের স্নাতক পাস। যে সকল শিক্ষার্থীরা তিন বছরের স্নাতক পাস করবে তাদেরকে অবশ্যই মাস্টার্স পাস করতে হবে। তাহলেই তারা এখানে কেবল আবেদন করার সুযোগ পাবে। শারীরিক উচ্চতার শুধুমাত্র আনসার এবং পুলিশ ক্যাডারে প্রয়োজন হয়। তবে আরো অন্যান্য ক্যাডারে এর তারতম্য হতে পারে।

বিসিএস প্রস্তুতি 

উপরে আপনারা দেখলেন বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে। হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন এ পরীক্ষার সিলেবাস কতটা বড়। যে সকল প্রার্থীরা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই প্রথম থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা বহু আগে থেকেই নিজেকে সেভাবে প্রস্তুত করে তোলে। অনেকে বিভিন্ন ধরনের সাজেশন এবং বইগুলো পড়ে থাকে যাতে করে তারা দ্রুত জ্ঞান অর্জন করতে পারে। এমনকি অনেকে কোচিং করে থাকে যাতে করে তারা শর্টকাটে অনেক কিছু শিখতে পারে। তাই আপনিও যদি আগামী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই এখন থেকে নিজেকে প্রস্তুত করে তুলুন।

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ব্যতীত আরও অন্যান্য সকল তথ্যগুলো দেখতে আমাদের ওয়েবসাইটের চাকরির খবর ক্যাটাগরি গুলো দেখুন। আর বিশেষ ফলাফল জানতে আমাদের আই নিউজ এর সঙ্গে থাকুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়