Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৫, ১০ আগস্ট ২০২৩

শাবি ক্যাম্পাসে প্রকাশ্যে ধুমপান, টং দোকানে অভিযান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ করে ধূমপানমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। কিন্তু কে কার কথা শুনছে বা মানছে। প্রকাশ্যে ধূমপান করে বেড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় ক্যাম্পাসে সাঁড়াশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ সময় কয়েকটি ‘টং’ দোকান থেকে সিগারেট জব্দ করা হয়।

এসব বিড়ি-সিগারেট অবাধে বিক্রি হচ্ছে ক্যাম্পাসের ‘টং’ দোকানগুলোতে। তবে এবার কঠোর হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে সহকারী প্রক্টর মিজানুর রহমান বলেন, কয়েকটি টং দোকান থেকে আমরা কয়েকটি সিগারেটের প্যাকেট জব্দ করেছি। এসব দোকানিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘টং’ দোকানগুলো যথাযথ স্বাস্থ্যসম্মত আছে কিনা, নিষিদ্ধ প্লাস্টিকের ওয়ানটাইম বিক্রি হচ্ছে কিনা সেটিও দেখা হয়। অভিযানকালে সবকটি টং দোকানিদের কঠোর সতর্কবার্তা দেয়া হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিজানুর রহমান, আহসান হাবীব, মো: কামরুজ্জামান খান প্রিন্স, আব্দুল্লা আল ইসলাম, সিয়ামুল বাশার ও মো: এনামুল হক।

আইনিউজ/উইএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়