সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০৬:১৯, ২৪ আগস্ট ২০২৩
শাবিতে জাতীয় ছাত্রদলের সুবর্ণ জয়ন্তী উদযাপন

ছবি- আই নিউজ
এ লড়াই জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার- স্লোগানকে সামনে রেখে জাতীয় ছাত্রদল হাটি হাটি পা পা করে ৫০বছর পার করেছে। কেন্দ্রীয় সংসদের কর্মসূচীর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা তাদের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে।
বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সজিব আহমদ জয়ের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি মিলন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ওয়াসিম মাহমুদ শামস, শিবানন্দ হাজং ও সদস্য হেদায়াত আলী সাব্বির।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক ভাবে ভর্তি ফি বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়কে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পি পি পি) আওতাভুক্ত করার চক্রান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজে পরপর দুজন শ্রমিকের মৃত্যু, নিহতদের ক্ষতিপূরণ ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের জবাবদিহিতার ব্যাপাওে নীরব ভুমিকার তীব্র সমালোচনা করেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু দ্বারার রাজনীতি প্রতিষ্ঠা ও অপরাজনীতি রোধে সকলকে আহ্বান জানান।
উল্লেখ্য, এ লড়াই জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার এ স্লোগানকে সামনে রেখে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৩ সালের ২৩ আগস্ট জাতীয় প্রতিষ্ঠিত হয়।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩