সাগর শুভ্র,শাবিপ্রবি প্রতিনিধি
ঢাকার সমাবেশ সফলের লক্ষ্যে শাবি ছাত্রলীগের প্রস্তুতি সভা

ছবি- আই নিউজ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা করা হয়েছে।
প্রস্তুতি সমাবেশে সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো.খলিলুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম-সাধারন সম্পাদক সুমন মিয়া।
এসময় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রেজাউল হক সিজার, ইমামুল হক রিদয়, সুজন বৈষ্ণব, আজিজুল হক সিমান্ত, নাহিদ হাসান খান, মুনির হোসেন তালুকদার, উজ্জ্বল দাস চিনু, লোকমান হোসেন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, আগামী ১লা সেপ্টেম্বর ঐতিহাসিক ঢাকার সমাবেশ সফল করতে আমাদের সকলকে একতাবদ্ধ থাকবে থাকতে হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে আবারো বাংলাদেশে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকবে। এসময় প্রস্তুতি মূলক সভায় সোনার বাংলাদেশ গড়ার শপথ নিয়ে এবং ঢাকার সমাবেশ সফল করার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন নেতারা।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩