Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২০ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ৩০ আগস্ট ২০২৩
আপডেট: ২২:৪৩, ৩০ আগস্ট ২০২৩

নবীণদের বরণ করল শাবিপ্রবি প্রশাসন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

স্নাতক প্রথম বর্ষের (২০২২-২৩) শিক্ষাবর্ষের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় প্রশাসন।

বুধবার ( ৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে  সকাল ১০ টায় বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিটের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠীত হয় । একই স্থানে বেলা আড়াইটায় ‘বি’ ও ‘সি’  ইউনিটের নবীন বরণ অনুষ্ঠিত হয়। 

ভর্তি  কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "তোমরা অনেক লাকি যে বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি এবং দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেরেছ। 

তিনি আরো বলেন আমরা মাদক, ইভটিজিং,র‍্যাগিং এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত রাখতে বাংলাদেশে প্রথম আমরা ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করিয়েছি। এটি নিয়ে সংসদে অনেক প্রশংসা হয়েছে। তোমাদের মধ্যে যদি কাওকে মাদক সম্পৃক্ততার সাথে জড়িত হয় তাহলে আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করব। আমি আশা রাখবো তোমরা  বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।নিয়মের বাইরে গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

র‍্যাগিংয়ের ব্যাপারে উপাচার্য বলেন, "তোমাদের সিনিয়ররা যদি তোমাদের সাথে  পরিচিত হতে তোমাদের জন্য ডাকে তোমরা সেখানে যাবেনা, তোমরা যদি যাও তাহলে তেমরাও সমানভাবে দোষী হয়ে শাস্তির আওতায় আসবা। তোমরা অবশ্যই লক্ষ্য করছো ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় র‍্যাগিং বিরোধী ব্যানার সেখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা হলে তোমরা এই নাম্বার গুলো দিয়ে যোগাযোগ করবে।"

অনুষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়ামুল বাসার ও বাংলা বিভাগের প্রভাষক মাফরুজা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড.কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক  আমেনা পারভীন। 

নবীন শিক্ষার্থীদের পক্ষ্য সদ্য ভর্তি হওয়া গণিত বিভাগের শিক্ষার্থী প্রতিক পন্তির্থ্য নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, "দীর্ঘ ৮ বছর সিলেটে থাকার সুবাদে মাঝে মাঝেই আসা হতো শাবিপ্রবি ক্যাম্পাসে।কখনো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্তে কখনো ভ্রমণের উদ্দেশ্যে।আধুনিক স্থাপত্যকলার অনন্য নিদর্শন শাবিপ্রবি ক্যাম্পাসে পদচারণা করে। তখনই এ ক্যাম্পাসের প্রতি আমার দুর্নিবার আকর্ষণ জন্মেছিলো।এই ক্যাম্পাসের শিক্ষকদের সুনাম শুনে আমি অনুপ্রাণিত হই। শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন আমার সাস্টিয়ান হওয়ার ইচ্ছাকে বহুগুনে বাড়িয়ে দিয়েছিলো।এবং আমি তখনই ঠিক করি আমাকে সাস্টিয়ানই হতে হবে।  মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেও সাস্টিয়ান হওয়ার সুতীব্র আকাঙ্ক্ষা আমাকে উদ্ভুদ্ধ করেছে এ ক্যাম্পাসকে আমার নিজস্ব ঠিকানা বানাতে।"

এসময় আরো বক্তব্য রাখেন, ফিজিক্যাল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুক, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুল ইসলাম, এপ্ল্যায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, এগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, সোশাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড.মো. রাশেদ তালুকদার, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধূরী, রেজিস্ট্রার (ভারপ্রপ্ত) মো. ফজলুর রহমান, ও বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের প্রধান অধ্যাপক ড. সাবিনা ইসলাম প্রমুখ।

এসময় ভর্তি  কমিটির সদস্য সচিব ড; মাহবুবুল হাকিম ‍শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। 

 কআই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়