শাবিপ্রবি প্রতিনিধি
র্যাগিং: শাবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে র্যাগিং সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
রবিবার(৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
সাময়িক বহিষ্কৃতরা হলেন, ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান ও জহিরুল ইসলাম।
রেজিস্ট্রার স্বাক্ষরিত আরেক অফিসে আদেশে বলা হয়, এ ঘটনা তদন্তের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো. ওমর ফারুক ও সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা যায়, গত ৩১ আগস্ট পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ওরিয়েন্টেশনের শেষে এক নবীন শিক্ষার্থীকে র্যাগ দেওয়ার অভিযোগ উঠে সাময়িক বহিষ্কারের অভিযোগ উঠে সাময়িক বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা