Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৪, ২৯ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:২৬, ২৯ অক্টোবর ২০২৩

শাবিতে বাস চলাচল বন্ধ থাকলে ‘অনলাইনে’ ক্লাস নেওয়ার সিদ্ধান্ত 

হরতাল, অবরোধ ,ধর্মঘট অথবা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের বাইরে কোন কারণে বাস চলাচল সম্ভব না হলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।  তবে পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে বলে জানা যায়। 

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, দেশের যেকোন পরিস্থিতি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণের বাইরে থাকলে তখন ক্লাসগুলো সশরীরের পরিবর্তে অনলাইনে নেওয়া হবে। অনেক সময় ক্লাস নেওয়া সম্ভব হয় না, এখন থেকে সেই ক্লাসগুলোও অনলাইনে নেওয়া হবে। তবে পরীক্ষা ও প্রকৌশল বিভাগের ব্যবহারিক  ক্লাসগুলো সশরীরে  হবে । সেটা বিভাগের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নিবে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়