Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৬:০৯, ১৩ ডিসেম্বর ২০২৩

পেপারলেস অফিস সৃষ্টি করতে ডি-নথি বাস্তবায়ন জরুরী: শাবিপ্রবি উপাচার্য

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

পেপারলেস অফিস সৃষ্টি করতে ডি-নথি বাস্তবায়ন জরুরী বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় ডি-নথি বিষয়ক কর্মশালায় দ্বিতীয় ধাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন পেপারলেস অফিস সৃষ্টি করতে ডি-নথি বাস্তবায়ন জরুরী। বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে আমরা ২য় অবস্থান থেকে ১ম অবস্থানে পৌছাতে ডি-নথি বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করি বিজয়ের  মাসে এ বিশ্ববিদ্যালয়ের ৮০ভাগ কাজ ডি- নথির মাধ্যমে সম্মাদনের প্রয়োজনীয় সকল  ব্যবস্থা ডি-নথি বাস্তবায়ন কমিটি গ্রহন করবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। 

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম। প্রশিক্ষনে বিভিন্ন বিভাগ ও দপ্তরের ৭০ এর অধিক শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়