Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ২ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:০৪, ৩ জানুয়ারি ২০২৪

শাবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

ফাইল ছবি

ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যকরী সংসদের-২০২৪ কার্যমেয়াদী নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার জানান আগামী ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে নির্বাচন অনুষ্টিত হবে।  

নির্বাচনী কমিশনার সূত্রে আরো জানা যায়, আগামী ৩ জানুয়ারী বিকাল ৪টার মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ ও ৮ তারিখ খসড়া সংশোধন করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৯ জানুয়ারি বিকাল ৪টার মধ্যে। এবারের শিক্ষক সমিতির নির্বাচনে ১০ জানুয়ারী বিকাল  ৩টার মধ্যে মনোনয়নপত্র দাখিল এবং ঐদিন বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র বাছাই করা হবে। 

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ জানুয়ারি বিকাল ২ টায়। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জানুয়ারি দুপুর ১২ টার মধ্যে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ঐদিন বিকাল ৪টায়। ভোট গ্রহনের দিন বিকাল সাড়ে ৪টায় ভোট গণনা শুরু হবে।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড.এবিএম আবদুল মালেক, অধ্যাপক ড. আহমেদ সায়েম, ইকোনমিক্স বিভাগের আব্দুল হান্নান প্রধান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়